পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন, ছুরিকাঘাতে খুন

দায় স্বীকার করে সুজনের জবানবন্দি

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫০ পূর্বাহ্ণ

নগরীর হালিশহরের রোজ উড হোটেলে শাহিদা জাহান সুমি খুনের দায় স্বীকার করেছেন আসামি আশরাফুল ইসলাম প্রকাশ সুজন নামের যুবক। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম মো. সাদ্দাম হোসেনের আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) কামরুল হাসান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ঢাকার মামার বাড়ি থেকে সুজনকে গ্রেপ্তার করা হয়। গত ১০ ফেব্রুয়ারি হালিশহরের বড়পুলের রোজ উড হোটেল থেকে সুমির গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি হালিশহরের বি ব্লকের ৬ নম্বর রোডের গোলাম রসুল বাচ্চুর মেয়ে শাহিদা জাহান সুমি (৩৭)। স্বামী ও তিন সন্তান নিয়ে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। বনিবনা না হওয়ায় এক বছর ধরে বাবার বাড়িতে ছিলেন। পুলিশ জানায়, আশরাফুল ইসলাম প্রকাশ সুজনের সাথে সুমির প্রেমের সম্পর্ক ছিল। পাকিস্তানি এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন-এমন সন্দেহে সুমিকে ছুরিকাঘাত করে খুন করেন সুজন।
খুনের আগে ঢাকা থেকে এসে রোজ উড হোটেলে উঠেন সুজন। সেখানে ডেকে নিয়ে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করা হয়। একপর্যায়ে পরিধেয় কাপড় পরিবর্তন করে সুমির লাশ রেখে চম্পট দেন।
পুলিশ আরো জানায়, সুমির স্বামী জাহাঙ্গীরের বাড়ি নোয়াখালীতে। সুজনের বাড়িও নোয়াখালী। তাদের চাচা-ভাতিজার সম্পর্ক। সেদিক দিয়ে সুমিকে চাচি ডাকতেন সুজন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় সহিংসতা বিভিন্ন স্থানে গ্রেপ্তার ৮
পরবর্তী নিবন্ধসাবেক বন্দর কর্মকর্তার স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড