চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর আর্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হবে চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষ ক্রীড়া সমিতি এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল। এর আগে প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সাধারন সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান মীর্জা সালমান ইস্পাহানী। এবারের লিগে ১২টি দল অংশ নিচ্ছে। দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। দুই গ্রুপের শীর্ষ দুইটি করে চারটি দল সুপার লিগে আর শেষের দুইটি করে চারটি দল খেলবে রেলিগেশন লিগে। লিগের প্রাক্কালে আয়োজিত সংবাদ সম্মেলনে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর। বক্তব্য রাখেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন এবং ইস্পাহানী গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর জেনারেল ম্যানেজার (টি ট্রেড) শাহ মঈনুদ্দিন হাসান।