প্রিমিয়ার ভার্সিটি, অস্ট্রেলিয়ার ইউটিএস ও বেরি’র মতবিনিময়

| মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) ও বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট (বেরি)-র যৌথ উদ্যোগে অনলাইনে এক মতবিনিময় সভা গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, ট্রেজারার প্রফেসর একেএম তফজল হক, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির পক্ষ থেকে এই ইউনিভার্সিটির চিফ পার্টনারশিপ এন্ড গ্রোথ অফিসার মি. পিটার হ্যারিস, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ড. মেথিউ হল্ট ও স্ট্রাটেজিক প্রজেক্টের ম্যানেজার মিসাইলা জেমস এবং বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট (বেরি)-র পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. আরিফ জোবায়ের ও টিম লিড এন্ড ম্যানেজার আলমগীর মহিউদ্দিন অংশগ্রহণ করেন। সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস) ও বাংলাদেশ এডুকেশন এন্ড রিসার্চ ইন্সটিটিউট (বেরি)-র মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষার্থীরা প্রিমিয়ার ইউনিভার্সিটি-ইউটিএস-এর অধীনে বিভিন্ন প্রোগ্রামে ভর্তি হয়ে এক বছর প্রিমিয়ার ইউনিভার্সিটিতে অধ্যয়নের পর বাকি সেমিস্টারগুলো ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি (ইউটিএস), অস্ট্রেলিয়াতে সম্পন্ন করে ইউটিএস থেকে ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে। এই সংক্রান্ত একটি এমওইউ বা সমঝোতা স্মারক চুক্তি সম্পন্ন করার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইআরসিপি পদ্ধতিতে পিত্তনালীর পাথর অপসারণ
পরবর্তী নিবন্ধচরম্বায় লোকমান হত্যা একজনের যাবজ্জীবন