নতুন প্রজন্মকে সুস্থধারার রাজনীতি করতে হবে

স্মরণ সভায় এম এ সালাম

| মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৫ পূর্বাহ্ণ

উত্তর জেলা আওয়ামী লীগের তৎকালীন নেতা শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী ও সোলায়মান খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা গত ১২ ফেব্রুয়ারী নজুমিয়া হাটস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ বখতেয়ারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম। সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন বিজয়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম- সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন শাহ্‌, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন বাবলু, আলহাজ্ব জাফর আহমেদ, উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বক্তব্য রাখেন চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার, মো. আকতার হোসেন, চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, মাস্টার আ স ম রফিক, মো. গোলাম মোস্তফা, মাহবুবুল আলম, চেয়ারম্যান নুসরাত জাহান, এনামুল হক এনাম, রাশেদ খান মেনন, নূরে আলম সিদ্দিকী, নাসির উদ্দীন রিয়াজ, মহসিন খান, দীপন দাশ, ইঞ্জিঃ পলাশ বড়ুয়া, আকতার হোসেন চৌধুরী, সেকান্দর চৌধুরী, মঞ্জুর হায়দার সিদ্দিকী, শওকত আকবর, সরোয়ার ইকবাল, আব্দুল মান্নান, জাবেদ হাসান, ফারুক হোসেন চৌধুরী, মো. রাশেদুল ইসলাম, মঞ্জুর হোসন, মো. জাবেদ,ডা. হাবিব ইকবাল প্রমুখ।প্রধান অতিথি বলেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে সন্ত্রাসীদের হাতে জীবন দিয়েছে শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী। তিনি বলেন, তার ত্যাগ থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে সুস্থধারার রাজনীতি করতে এগিয়ে যেতে হবে।

পূর্ববর্তী নিবন্ধরোসাঙ্গিরী জয় রাম সংঘের মহোৎসব
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে রিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার