আসন ঘরে আগুনের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে

পরিদর্শনকালে নজরুল ইসলাম এমপি

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের রেহাই নেই। সাতকানিয়ার তেমুহনী চন্ডী বৈদ্য বাড়িতে আগুন দিয়ে আসন ঘর জ্বালিয়ে দেয়ার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না। প্রত্যেক সমাজে কিছু খারাপ লোক থাকে।
তাদেরকে আইনের আওতায় না আনলে অপরাধ প্রবনতা বেড়ে যায়। এজন্য প্রকৃত অপরাধীকে ছাড় দেয়ার সুযোগ নাই। অপরাধী যে দলেরই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। বৈদ্য বাড়িতে আগুন দেয়ার সাথে সম্পৃক্তদের জন্য আমাদের দলের কেউ তদবির করলে তাকেও শাস্তি ভোগ করতে হবে। সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী চন্ডী বৈদ্য বাড়িতে সম্প্রতি রাতের অন্ধকারে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া আসন ঘর গুলো গত রোববার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ওচমান আলী, রিপন কান্তি দাশ সুজন ও মো. আলী।

পূর্ববর্তী নিবন্ধজিইসি মোড়ে ম্যাজিস্ট্রেটের উপর হামলা একজন আটক
পরবর্তী নিবন্ধমৃগী রোগে কবিরাজ নয় হাসপাতালে নেওয়ার পরামর্শ