জিইসি মোড়ে ম্যাজিস্ট্রেটের উপর হামলা একজন আটক

বার বার হরন দেয়ার প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়ে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী রানা মুর্তজাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা এলাকার মোখলেসুর রহমানের ছেলে। থাকেন নগরীর লালখান বাজার এলাকায়। গতকাল রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। আদালতের এপিপি মোহাম্মদ উসমান আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ওয়েল ফুড থেকে বের হয়ে স্ত্রীকে নিয়ে হাঁটছিলেন ম্যাজিস্ট্রেট। পেছনে একটি গাড়ি চালাচ্ছিলেন রানা মর্তুজা। বার বার হরন দিলে এর প্রতিবাদ করেন ম্যাজিস্ট্রেট।
এ সময় রানা মর্তুজা অশালীন কথা বলা শুরু করেন। একপর্যায়ে গাড়ি থেকে নেমে পড়ে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা করেন। এদিকে খবর পেয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবীরা ঘটনাস্থলে যায় এবং ম্যাজিস্ট্রেটকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
বিচারকের উপর হামলার এ ঘটনায় দণ্ডবিধির ৩২৫ ও ৩০৭ ধারায় মামলা করেছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ। তিনি বলেন, আমাদের স্যারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আমরা গ্রেফতার রানা মুর্তজা এবং তার সহযোগী অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছি।

পূর্ববর্তী নিবন্ধআন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের ধারায় দেশকে ফিরিয়ে আনা হবে
পরবর্তী নিবন্ধআসন ঘরে আগুনের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে