জাতীয়তাবাদী কৃষকদল দক্ষিণ জেলার সাংগঠনিক সভা গতকাল সোমবার দোস্ত বিল্ডিংস্থ বি এন পি কার্যালয়ে সৈয়দ সাইফুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মঈনুল হক চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ, মো. বদিউল আলম বদরুল, ড. আশ্রাফুল ইসলাম জিমি। বক্তব্য রাখেন মো. জাহিদ উদ্দিন, মো. আলমগীর হোসেন। প্রধান অতিথি বলেন, আগামী দিনে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আন্দোলন গড়ে গণতন্ত্রের ধারায় দেশকে ফিরিয়ে আনা হবে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহার করে নিংশর্ত মুক্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।










