জাহেদা বেগম নামে এক চোরকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গৃহকর্মী সেজে লাভ লেইন এলাকার একটি বাসা থেকে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সে। পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি লাভলেইনে জিন রডিক্স ডিসিলভা জাহেদা বেগমকে বাসার গৃহকর্মী হিসেবে নিয়োগ দেয়। ১৩ ফেব্রুয়ারি অগোচরে ড্রেসিং টেবিলের ড্রয়ার এবং আলমারী থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায় জাহেদা। এ ঘটনায় জিন রড্রিঙ ডিসিলভা জাহেদার বিরুদ্ধে মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে লাভলেইন ঝাউতলা মেথরপট্টি এলাকা থেকে জাহেদাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির বিষয়টি স্বীকার করে।
পুলিশ আরও জানায়, সাধারণত সন্ধ্যা পর্যন্ত কাজে থাকলেও ঘটনার দিন অসুস্থতার ভান করে দেড়টায় চলে যায়। জিজ্ঞাসাবাদে জাহেদা পুলিশকে জানায় যে, নগরের বিভিন্ন এলাকায় গৃহকর্মী হিসেবে কাজ করতে গিয়ে সুযোগ বুঝে মালিকের স্বর্ণালংকার ও নগদ টাকা সহ দামী জিনিসপত্র চুরি করে সে।
এদিকে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও নগদ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়।