নগরীর নাসিরাবাদের ‘মীনা বাজার সুপারশপ’কে তিন লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া চসিক-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী দৈনিক আজাদীকে বলেন, “অস্বাস্থ্যকর ও নােংরা পরিবেশে মাংস প্রসেস করা হচ্ছিল মীনা বাজারে। এছাড়া এ সুপারশপে কর্মচারীদের স্বাস্থ্য সনদ ছিল না, কোভিড-১৯ ভাইরাসের টিকা সনদ প্রদর্শনে ব্যর্থ হয়েছে, নিম্নমানের খাদ্যপণ্য বিক্রি হচ্ছিল, বেকারি পণ্যে মেয়াদ ছিল না এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না।”
এদিকে, স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে পরিচালিত অপর অভিযানে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা এবং মাংসবিহীন দিবসে মাংস বিক্রির দায়ে নগরীর অমরচাঁদ রােড ও ফিরিঙ্গী বাজার এলাকায় ১২ দোকানদারকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।