স্থানীয় সরকার মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি তুলে ধরলেন উপজেলা চেয়ারম্যান বাবুল

| সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৭ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যর সাথে সাক্ষাৎ করে বিভিন্ন দাবি তুলে ধরেছেন রাউজান উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম বিভাগীয় উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। গত ৭ ফেব্রুয়ারি ঢাকা সচিবলায়ের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন তিনি। এ সময় বাবুল মন্ত্রীর কাছে উপজেলা পরিষদকে আরো শক্তিশালী করার আহবান জানান এবং বাজার, বাস স্ট্যান্ড ও গুরুত্বপূর্ণস্থানে পয়ঃনিস্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নিদের্শন প্রদানসহ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার দাবি জানান। এছাড়াও এবিএম ফজলে করিম চৌধুরী এমপির সুপারিশক্রমে রাউজানের উত্তর ও দক্ষিণে দুটি শিশুপার্ক নির্মাণের বিষয়টি দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরেন মন্ত্রীর কাছে। খবর বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ব্যাংকের কর্পোরেট শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা
পরবর্তী নিবন্ধহালদায় আড়াই হাজার মিটার জাল জব্দ