শেষ দিনেও দল পেলেন না সাকিব

| সোমবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

আইপিএলের নিলামে আরও একবার উঠল সাকিব আল হাসানের নাম। কিন্তু ভাগ্যের বদল হলো না এবারও। প্রথম দিনে অবিক্রিত বাংলাদেশের অলরাউন্ডারকে দ্বিতীয় দিনেও নিল না কোনো ফ্র্যাঞ্চাইজি। খবর বিডিনিউজের।
বেঙ্গালুরুতে নিলামের শেষ দিনের শেষ ধাপ ‘অ্যাকসিলারেটেড অকশন।’ এই ধাপের দ্বিতীয় পর্বে অবিক্রিত ক্রিকেটার ও বাকি থাকা অন্য ক্রিকেটারদের মধ্যে যাদের প্রতি ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ আছে, তাদের তালিকা নিয়ে আবার নাম তোলা হয়। এখানে দ্বিতীয় নামটিই ওঠে সাকিবের।
ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে এই তালিকা পাওয়া বলে এবার তার দল পাওয়ার বাস্তব সম্ভাবনাই ছিল। কিন্তু ২ কোটি ভিত্তিমূল্যের ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
২০১০ আসরের পর তাই প্রথমবার আইপিএলের নিলাম থেকে হতাশ হতে হলো সাকিবকে। এখন তার খেলার সুযোগ আছে কেবল চোট বা অন্য কোনো কারণে কেউ অনুপস্থিত থাকলে সেই ক্রিকেটারের বদলি হিসেবে।

পূর্ববর্তী নিবন্ধকুতুবদিয়ায় ফের পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধআট প্রতিষ্ঠানকে জরিমানা