চট্টগ্রাম মহানগরীর জনসংখ্যা অনুপাতে টিসিবির পণ্য এবং ট্রাক সেল পয়েন্ট বাড়াতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হস্তক্ষেপ কামনা করছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রোববার এক বিবৃতিতে উপরোক্ত বিষয়ে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
এসময় সুজন বলেন, দেশের বৃহৎ সমুদ্র বন্দর নগরী হওয়ার কারণে সারাদেশের অধিকাংশ জেলার লোকের বসবাস এই চট্টগ্রামে। সে হিসেবে নগরীতে নিম্ন আয়ের লোকসংখ্যাও প্রচুর। সম্প্রতি ভোজ্য তেলসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বৃদ্ধি পাওয়ার ফলে এসব দ্রব্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এমতাবস্থায় মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের লোকজন টিসিবির পণ্যের উপর অনেকাংশে নির্ভরশীল হয়ে পড়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে টিসিবির প্রাপ্ত তথ্য মতে চট্টগ্রামের নগরীতে মাত্র ১৭ জন ডিলার ১৭টি স্থানে ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করছে। চট্টগ্রামের মতো এতো বৃহৎ নগরীতে চাহিদার তুলনায় যা নিতান্তই অপ্রতুল। এছাড়া বরাদ্দকৃত পণ্যের পরিমান এলাকা ভেদে খুবই কম। প্রতিদিন সকাল দশটার মধ্যে জনগণকে পণ্যসামগ্রী সরবরাহ করার নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। যার কারণে নগরীর প্রায় সবকটি ট্রাক সেল পয়েন্টে ক্রেতাদের দীর্ঘলাইনের সৃষ্টি হচ্ছে। পণ্যগুলো বিক্রয়ের আগে প্যাকেট করে রাখলে জনগণের এ ভোগান্তি হতো না। এর সুফল পৌঁছে দিতে হলে টিসিবির পণ্য এবং ট্রাক সেল পয়েন্ট বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।