যৌতুক না পেয়ে নির্যাতনের অভিযোগ এনে আদালতে স্বামীর বিরুদ্ধে মামলা করেছেন ফাইরোজ জেসমিন নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূ। মামলায় স্বামী আনাস মাহমুদের পাশাপাশি তার পিতা (শ্বশুর) আবুল কাশেম মাহমুদ ও মা (শাশুড়ি) হোসনে আরা মাহমুদকে আসামি করা হয়েছে। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এ তিনি মামলাটি করেন। একপর্যায়ে আদালত এ বিষয়ে শুনানি করে এফআইআর হিসেবে নিতে খুলশী থানাকে নির্দেশ দেন। বাদীর আইনজীবী মো. জাফর হায়দার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (খ)/৩০ ধারায় মামলাটি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২১ সালের ১৮ জুন পাহাড়তলী থানা এলাকার আনাস মাহমুদের সাথে আমার মক্কেলের বিবাহ হয়। পরবর্তীতে ফার্নিচার ও নগদ ৫ লাখ টাকা যৌতুক দাবি করে বসে আসামিরা। একপর্যায়ে শারীরিক ও মানসিক নির্যাতনও করা হয়। মামলার বাদী ওই গৃহবধূ সাত সপ্তাহের অন্তঃসত্ত্বা উল্লেখ করে আইনজীবী আরো বলেন, আমার মক্কেলকে গত ২৪ জানুয়ারি যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করে রক্তাক্ত করা হয়। এ জন্য তাকে ২৬ জানুয়ারি পর্যন্ত চমেক হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হয়েছে।