হিলভিউ পাবলিক স্কুলের অনুষ্ঠান

| রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

বায়েজিদ থানার হিলভিউ পাবলিক স্কুলের ৬ষ্ঠ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে এক কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মিত হচ্ছে। উদ্বোধনের সময় বক্তারা বলেন, সরকারের নানামুখী পদক্ষেপে দেশে শিক্ষার গুণগত মান উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। স্কুল পরিচালনা কমিটির অক্লান্ত পরিশ্রমে এই স্কুলের গুণগত মান ও সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
স্কুল পরিচালনা পরিষদের সভাপতি লায়ন সফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. মোবারক আলী, প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, থানা অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান, অধ্যক্ষ জহিরুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, হিলভিউ ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার সাবতিন সাদি। স্বাগত বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্দরকিল্লা চত্বরে নবীন মেলার স্বাস্থ্যসেবা ক্যাম্প
পরবর্তী নিবন্ধমাদরাসা শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রীর উদ্যোগ প্রশংসনীয়