চবিতে বিরল রাজ গোখরা উদ্ধার

চবি প্রতিনিধি | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৫২ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) ৪ কেজি ওজনের ১০ ফুট লম্বা বিরল একটি রাজ গোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে সাপটি উদ্ধার করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নেক রেস্কিউ টিম।

গবেষকরা বলছেন, এ প্রজাতির সাপ চবি ক্যাম্পাসে দুই-তিন বছরে একবার দেখা যায়। সব জায়গায় এটির দেখা মিলে না। সাপটির ইংরেজি নাম কিং কোবরা, বাংলা নাম রাজ গোখরা বা শঙ্খচূড়। সাপটিকে ভেনম রিসার্চ সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাজ শেষে সাপটি গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসের একটি কলোনিতে অন্য একটি সাপ খেতে দেখে স্নেক রিস্কিউ টিমকে খরব দেয় স্থানীয়রা। পরে রিস্কিউ এসে সাপটি উদ্ধার করে।

প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও ভেনম রিসার্চ সেন্টারের কো-ইনভেস্টিগেটর সুপারভাইজার আব্দুল ওয়াহেদ চৌধুরী পিলু আজাদীকে বলেন, “এ প্রজাতির সাপ বিলুপ্তপ্রায় এবং বিষাক্ত। সাপটিকে উদ্ধার করে ভেনম রিসার্চ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।”

তিনি বলেন, “এ প্রজাতির সাপ আমাদের ভেনম সেন্টারে সংরক্ষিত নেই। তারপরও আপাতত সাপটি সংরক্ষণ করছি না। এটি মূলত গভীর জঙ্গলে বসবাস করে। সাপটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পুনরায় আবারও জঙ্গলে উন্মুক্ত করে দেওয়া হবে।”

প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ও রেস্কিউ টিমের প্রধান রফিকুল ইসলাম বলেন, “সাপটি পুরুষ। এটা বিষধর সাপ। তবে কাউকে ক্ষতি করেনি। আমরা প্রয়োজনীয় কাজ শেষে সাপটি ছেড়ে দেব।”

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর চবি’র সমাজ বিজ্ঞান রিসার্চ ইন্সটিটিউট থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার করে স্নেক রেস্কিউ টিমের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় খালা-ভাগ্নি ধর্ষিত, দুই ধর্ষক কারাগারে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় নৌকায় সিল মারা ব্যালট পেপারের বই উদ্ধার