কাট্টলী চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ে চক্ষু ক্যাম্প

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৯ পূর্বাহ্ণ

কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে গতকাল শুক্রবার চোখের ছানি ও নেত্রনালী বন্ধ রোগীদের প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কর্ণফুলী চক্ষু হাসপাতাল অ্যান্ড ডায়াবেটিক সেন্টারের উদ্যোগে সেবা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। তাই চোখ বাঁচান, চোখের যত্ন নিন এবং নিয়মিত চোখ পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করে সুস্থ থাকুন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের চক্ষু সার্জন ডা. স্বাগত বড়ুয়া, কর্ণফুলী চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহিদুল ইসলাম, উপ-সহকারী মেডিকেল অফিসার আরঙ্গজেব, অধ্যক্ষ আবুল কাসেম, মো. জাকির হোসেন। আরও উপস্থিত ছিলেন সানজিদা ইসলাম, ইসরাত জাহান, আশরাফুল করিম, নুরুল ইসলাম, রোকন উদ্দিন চৌধুরী, হারুন উর রশীদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোসাংগিরী রাম সংঘের উৎসব
পরবর্তী নিবন্ধনোয়াব আলী ভূইয়া ছিলেন পরীক্ষিত নেতা