লোহাগাড়ায় ৫ জুয়াড়ি গ্রেপ্তার

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ার আধুনগরে ৫ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের খানহাট বাজারে এক দোকানের ভেতর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৭ হাজার ৪শ টাকা।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুনিল বড়ুয়ার পুত্র প্রদেশ বড়ুয়া (৩৮), নলি নিসান বড়ুয়ার পুত্র বিমল বড়ুয়া (৩৭), ক্যামেলিয়া পাড়ার মৃত মন রঞ্জন বড়ুয়ার পুত্র মিনাল বড়ুয়া (৩৫), আধুনগর ৬ নং ওয়ার্ডের হানিফার পাড়ার মো. ইলিয়াছের পুত্র মো. জুনায়েদ (৩০), আধুনগর ৩ নং ওয়ার্ডের ঘাটিয়ার পাড়ার মৃত ইউসুফ আলীর পুত্র মো. রহমত উল্লাহ (৬০)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইসির বিচার হওয়া উচিত : ফখরুল
পরবর্তী নিবন্ধউজ্জ্বল শিকদার ছিলেন অসাম্প্রদায়িক সমাজ গড়ার অগ্রসৈনিক