সর্বমঙ্গলা ভাগ্যলক্ষ্মী দুর্গা মন্দিরের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানমালা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। রাউজানের দেওয়ানপুর মন্দির প্রাঙ্গণে তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে আজ ব্রাহ্মমুহূর্তে চতুষ্প্রহর ব্যাপী মাতৃনাম কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল রবিবার মঙ্গল আরতি ও সমাবেত প্রার্থনা, স্নান, গঙ্গাপূজা, চন্ডীপাঠ।
১৪ ফেব্রুয়ারি মহানামযজ্ঞ। কীর্তন পরিবেশন করবেন গোকুল কৃষ্ণ সম্প্রদায়, রায় রামানন্দ সম্প্রদায়, নারায়ণ সম্প্রদায়। প্রেস বিজ্ঞপ্তি।












