কাল ১৩ ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এ দিবসটি বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে। ‘আমরা সবাই বেতার শুনি, বেতারেই আস্থা রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। দিবসটিকে কেন্দ্র করে সদরদপ্তরের অনুষ্ঠান রিলে এবং নিয়মিত অনুষ্ঠান সম্প্রচার করার পাশাপাশি বাংলাদেশ বেতার চট্টগ্রামও বিশেষ অনুষ্ঠানমালা সমপ্রচার করবে।
প্রথম দিন ১৩ ফেব্রুয়ারি দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে বিশ্ব বেতার দিবস উপলক্ষে বেতার শ্রোতা ক্লাব ও সাধারণ শ্রোতাদের অংশগ্রহণে বিশেষ ফোন-ইন অনুষ্ঠান ‘প্রিয়শ্রোতা’। স্থানীয় সেলিব্রেটি, জনপ্রিয় শিল্পী, বেতার ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব ও অন্যান্যদের অংশগ্রহণে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ‘স্মৃতিতে বেতার’ প্রচারিত হবে ১৪ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায়। শুভাশীষ বড়ুয়ার প্রযোজনায় এবং ইকবাল হোসেন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবেন বীর মুক্তিযোদ্ধা ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব রাশেদ রউফ প্রমুখ।












