চন্দনাইশে মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ ও ইয়াবাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার ও গত বৃহস্পতিবার পুলিশ পৃথক এ অভিযান চালায়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোর থেকে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ১ হাজার ইয়াবা উদ্ধার করে সৈয়দ আবুল হোসেন (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করে। এ সময় মাদক পরিবহনের দায়ে ট্রাকটি জব্দ করে পুলিশ। গত বৃহস্পতিবার ধোপাছড়ি বাজারে পৃথক অভিযান চালিয়ে ৫০ লিটার চোলাই মদসহ মো. জয়নাল আবেদীন (২৫) ও মো. নিজাম উদ্দিনকে (২৮) আটক করে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মদ ও ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ড যুবদলের দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধবিশ্ব বেতার দিবস কাল