মুক্তিযুদ্ধ ও দেশসচেতন প্রজন্ম গড়ে তুলতে হবে

তারুণ্যের উচ্ছ্বাসের নবীনবরণে বক্তারা

| শনিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ পরিচালিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ছাব্বিশতম ব্যাচের উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের সম্মিলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী এবং বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের জাতীয় পরিষদ সদস্য আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে শুদ্ধ সংস্কৃতি চর্চা আরও ছড়িয়ে দেয়া প্রয়োজন। প্রয়োজন স্কুল কলেজ ভিত্তিক আবৃত্তির মতো প্রয়োগিক শিল্প ও মুক্তবুদ্ধির চর্চা।
মুক্তিযুদ্ধ ও দেশসচেতন প্রজন্ম গড়তে হলে সবার আগে আগামী প্রজন্মকে শুদ্ধ ও সুন্দরের চর্চার সমন্বয়ে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে নতুন ব্যাচের শিক্ষার্থীদের হাতে কর্মশালা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবিক সমাজ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধলোকনাথ আদর্শ গীতা নিকেতনে শিক্ষা উপকরণ বিতরণ