দেবো পাড়ি

শুক্লা ইফতেখার | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৭ পূর্বাহ্ণ

যদি পারি দেবো পাড়ি-
তোমাকে ভোগাবো না।
আমার ভুল আমি সামলে নেবো,
যেমন দাপুটে হাওয়া থেকে হাত দিয়ে প্রদীপশিখাকে বাঁচানো যায়।
শেকড়ে-বাকড়ে ভুল থাকলে বৃক্ষ জন্মকালেই দীর্ঘশ্বাসে দীর্ণ হয়।
প্রস্ফুটনের আনন্দ-আকাঙক্ষারা গুমরে মরে

আমার ভুলের গর্ভে বিচ্ছেদ-বীজও যদি অংকুরিত হয়,
আমার বেদনাকে আমি রাখবো উপেক্ষায়…
যদি পারি, দেবো পাড়ি-
তোমাকে ভোগাবো না।

পূর্ববর্তী নিবন্ধবসন্তসখা
পরবর্তী নিবন্ধভাবালুতা