একসঙ্গে সালমান-চমক

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৪ পূর্বাহ্ণ

আলোচিত ইউটিউবার সলমান মুক্তাদির এবং ‘মহানগর’ সিরিজখ্যাত রোকাইয়া জাহান চমক এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন। ‘চিরকুট’ নামের এই নাটকটি নির্মাণ করেছেন জিয়াউদ্দিন আলম। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত এই নাটকের কাহিনি লিখেছেন বিদ্যুৎ রায়। আরও অভিনয় করেছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি, শিখা খান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফাগুন-ভালোবাসায় তিশার দুই নাটক
পরবর্তী নিবন্ধশিক্ষকতায় যোগ দিলেন লায়লা হাসান, শিবলী ও নীপা