মোটরসাইকেল চুরির পর ‘প্রেস’ স্টিকার লাগিয়ে বিক্রি

চোর চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

মোটরসাইকেল চুরি করে ‘প্রেস’ লেখাসহ বিভিন্ন স্টিকার লাগিয়ে বিক্রি করে তারা; যেন ক্রেতার পাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনীর চোখেও ধূলো দেওয়া যায়। আন্তঃজেলা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তারসহ ৫টি মোটরসাইকেল উদ্ধার করার পর এ তথ্য জানতে পেরেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ। নগরীর খুলশী, ডবলমুরিং ও ফেনীর সোনাগাজী থানা এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. মুন্না (২১), মো. ফয়সাল (২২), মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২২), মো. শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২১), মো. সোহেল প্রকাশ ইকবাল (২০), মো. মিজান (২৩), মোবারক হোসেন (২৪) ও আব্দুর রহমান নোবেল (২৫)।
মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন বলেন, গোপন খবরের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিরতিহীনভাবে নগরীর খুলশী, ডবলমুরিং থানাসহ ফেনী জেলার সোনাগাজী এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আন্তঃজেলা সংঘবদ্ধ মোটর সাইকেল চোর ও চোরাই মোটরসাইকেল বেচাকেনার সঙ্গে জড়িত। চোর চক্রের মূলহোতা মো. শহিদুল ইসলাম, মো. সোহেল ও মো. মুন্না। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রের সদস্য শহিদ এবং ইকবাল নগরীর বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করতো। পরে চক্রের অন্য সদস্য মুন্না ও তার সহযোগীরা গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করতো। এরপর মোটরসাইকেলে ‘প্রেস’ লেখাসহ বিভিন্ন স্টিকার লাগিয়ে বিক্রি করার জন্য এক স্থান থেকে অন্যস্থানে নিয়ে যেত। নম্বর প্লেট পরিবর্তন ও বিভিন্ন স্টিকার লাগিয়ে এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে মোটরসাইকেল বিক্রি করত তারা। আটজনের বিরুদ্ধে নগরীর খুলশী থানায় মামলা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিগারেট খাওয়া নিয়ে রেলওয়ে শ্রমিক লীগের দুই গ্রুপে সংঘর্ষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্তের হার কমে ৭ শতাংশে