নগরীতে সিগারেট খাওয়া নিয়ে রেলওয়ে শ্রমিক লীগের দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। শ্রমিক লীগ নেতা লোকমান ও সিরাজের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়। আহতরা হলেন, ইলেকট্রিক বিভাগে কর্মরত রাজীব দাশ, কার্পেন্টার নাসির উদ্দীন ও জিওএইচ সপের খালাসী জিয়াউর রহমান জুয়েল। এদের মধ্যে রাজীব লোকমানের
অনুসারী এবং বাকি দুইজন সিরাজের অনুসারী বলে জানা গেছে। সংঘর্ষের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করছে। গতকাল বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) পাহাড়তলী রেলওয়ে কারখানায় এ সংঘর্ষ হয়। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিআই একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, সকাল ১০টায় কারখানায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে লোকমানের অনুসারী ইলেক্ট্রিক বিভাগের রাজীব দাশের ওপর ৩ দফা হামলা করে সিরাজ গ্রুপের জিয়াউর রহমান ও নাসিরের দলবল। আহত রাজীবকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স এলে সিরাজের লোকজন ধাওয়া দিয়ে বের করে দেয়।
পরে লোকমানের পক্ষের লোকজন এসে জিয়া ও নাসিরের দলবলের ওপর হামলা চালালে দুজন আহত হন। শেষে আরএনবির সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া আহত অন্য দুইজনকে রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী রেল শ্রমিকরা আরও জানান, সংঘর্ষ চলাকালীন কারখানার কর্ম ব্যবস্থাপক রাশেদ লতিফ দ্রুত উপস্থিত হয়ে তাদের শান্ত করেন এবং আহত শ্রমিকদের চিকিৎসা নিতে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।