জামিনে বেরিয়েই ফের জড়িয়ে পড়েছেন তিনি ইয়াবা কারবারে। ধরা পড়েছেন সহযোগী সহ। ঠাঁই হয়েছে পুনরায় কারাগারে। তিনি বায়েজিদের সৈয়দ পাড়া এলাকার আবুল্লার মার বাড়ির মৃত মো. শফিকের ছেলে নাছির। কক্সবাজার থেকে ইয়াবা এনে বিক্রি করে থাকেন চট্টগ্রামে। নাছিরের বিরুদ্ধে ১৪টির বেশি মাদকের মামলাসহ বিভিন্ন থানায় ১৭ টি মামলা রয়েছে। গত বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে শহীদ নগর এলাকা থেকে নাছির ও তার এক সহযোগী শফিকুলকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে বায়েজিদ থানা পুলিশ। নোয়াখালী জেলার সেনবাগ থানার কৈয়াজালা এলাকার আনসার আলী ভূঁইয়া বাড়ির মৃত আব্দুর রবের ছেলে মো. শফিকুল ইসলাম (৩৫)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, কঙবাজার থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে নগরীর অঙিজেন মোড় শহীদ নগর এলাকাসহ আশপাশের এলাকায় বেশি দামে বিক্রি করে থাকে নাছির ও তার সহযোগীরা। পশ্চিম শহীদনগর এলাকা থেকে বুধবার রাত সাড়ে ১১টায় তার সহযোগী শফিকুল ইসলামসহ তাকে গ্রেপ্তার করা হয়। দুইজনের দেহ তল্লাশি করে ৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।