মোটরসাইকেলে লুকানো ছিল ৮ হাজার ইয়াবা

লোহাগাড়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ৮ হাজার পিস ইয়াবাসহ মো. আমিন (৩২) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয়েছে ইয়াবা পাচারকাজে ব্যবহৃত মোটরসাইকেল। গ্রেপ্তার আমিন কক্সবাজারের টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়া পাড়ার মৃত আমির আলীর পুত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, মোটরসাইকেলে বিশেষ কায়দায় লুকিয়ে রেখে পাচার করছিল ইয়াবাগুলো। পুলিশ তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করে। গ্রেপ্তার আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ১০ উন্মুক্ত স্থানে ভ্যাট বুথ ও স্ট্যান্ড
পরবর্তী নিবন্ধপটিয়া পৌরবাসীর দোরগোড়ায় আধুনিক তথ্য প্রযুক্তি সেবা