ফুল দিতে এসে সংঘর্ষে দুই গ্রুপ, আহত ৪

সন্দ্বীপ উপজেলা যুবদল

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

সন্দ্বীপ উপজেলা যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে চারজন আহত হয়েছে। গতকাল সন্ধ্যা সাতটার দিকে চট্টেশ্বরী রোডস্থ গোয়াছি বাগান এলাকায় বিএনপি নেতা গোলাম আকবর খোন্দকারের বাসার সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িতরা গোলাম আকবর খোন্দকারকে ফুল দিতে এসেছিলেন। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। এরা হচ্ছেন নুরুল আবসার, যুবদল নেতা সাইফুল ইসলাম ও মাঈনুদ্দিন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে। জানা গেছে, গত ২৭ জানুয়ারি নিঝুম খান ও এম এ আজিজকে আহ্বায়ক ও সদস্য সচিব করে সন্দ্বীপ উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়। যদিও ঘোষণার ওর তা স্থগিতও করা হয়। এদিকে সন্দ্বীপ উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী ছিলেন হারুন উর রসিদ, যিনি জেলা যুবদলের সভাপতি হাসান জসিমের অনুসারি বলে পরিচিত। দুজনেই আবার গোলাম আকবর খন্দকারের অনুসারী হিসেবে পরিচিত ছিল সন্দ্বীপে। কমিটিতে স্থান না পাওয়ার জের ধরে হারুনের অনুসারিরা গতকাল নিঝুম খান অনুসারিদের উপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএম এ মালেকের একুশে পদক লাভ তাঁর কাজেরই স্বীকৃতি
পরবর্তী নিবন্ধখালে প্লাস্টিক বর্জ্য ফেলার সময় সীতাকুণ্ডে ট্রাক জব্দ