চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত সিজেকেএস অনুর্ধ্ব-১৬ দীর্ঘমেয়াদী আবাসিক ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প কাল শুক্রবার এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। উক্ত প্রশিক্ষণের জন্য উপজেলা ও মহানগরের নিম্নোক্ত খেলোয়াড়রা বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। বাছাইকৃত খেলোয়াড়দের শুক্রবার সকাল ১১ টায় খেলার সরঞ্জাম ও করোনার ভ্যাকসিন গ্রহণের কাগজপত্রসহ সিজেকেএস ফুটবল সম্পাদকের নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য যারা ছাত্র তাদেরকে লেখা-পড়ার জন্য বই পত্রাদি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রশিক্ষণের জন্য বাছাইকৃত উপজেলার খেলোয়াড়রা হলো-
ফটিকছড়ি : রবিউল হাসান মারুফ, মো. রাসেল হাসান, মো. আজিজুল হাকিম, তানজিবুল ইসলাম তুহিন, মেহেদী হাসান, ওমর ফারুক মুবিন, জুবাইয়েদ হোসেন। মীরশ্বরাই : আরমান হোসেন, আব্দুল্লাহ আল নোমান, মো. সাইদুল্লাহ। বোয়ালখালী : নিশান রানা, ইয়াছিন আরাফাত, শিহাবুর রহমান, শাহাদাত হোসেন। হাটহাজারী : মো. রিয়াদ, মো. মোরশেদ, কৃষ্ণ দাশ, কাজী মো. ফয়সাল। বাঁশখালী : মো. সায়েদ হাসান কাফি, মো. হাসান, আশরাফুল ইসলাম। সন্দ্বীপ : রবিউল মাওলা রকি, মো. সাদিফ হোসাইন, মো. ফাহাদ। রাউজান : মো. আবদুল সায়েদ, আপন দাশ, মোবারক হোসেন। পটিয়া : মো. মারুফ হোসেন, শহিদুল ইসলাম রানা। রাঙ্গুনিয়া : ইশফাতুল ইসলাম, ইয়াছিন আরাফাত। চন্দনাইশ : কানন ইসলাম। লোহাগাড়া : মো. সাকিব হোসেন। আনোয়ারা : মো. ওমায়ের হাসিব।
মহানগরের খেলোয়াড়রা হলো
কিষোয়ান স্পোর্টিং ক্লাব : সাইয়েদ হোসেন রাফি, সাদমান আলম। মাদারবাড়ি শোভনিয়া ক্লাব : মোশাররফ হোসেন, সাফায়েত হোসেন, মো. ইমন হোসেন, মো. সাকিব হোসেন। মির্জাপুর খেলোয়াড় সমিতি : তিলক মহাজন, মো. সাজ্জাদ হোসেন। আব্দুস সুবহান ফুটবল দল : জীবন দাশ। ফিরিঙ্গীবাজার লাকী ক্লাব : মো. আব্দুল হালিম রাব্বি, ত্বহা মাহমুদ। আলোর ঠিকানা : মো. আব্দুর রহিম, আরিফুল হক রাকিব, নাজমুল হোসেন। সাউথ এন্ড ক্লাব : প্রশেনজিৎ দাশ, মো. রিপন সজিব। চান্দগাঁও স্পোর্টিং ক্লাব : মো. নুরুল ইসলাম, কাইমুল হাসান। আগ্রাবাদ নওজোয়ান গ্রীন : মো. ইয়াকুব, মো. রিয়াজ হোসেন, আব্দুল আজিজ মুহিত সরকার, ইফু রহমান, আব্দুল্লাহ আল জুবায়ের মাহি।