রাশিয়া আগ্রাসী হলে নর্ড স্ট্রিম ২ বন্ধ হবে, বাইডেনের হুমকি

ইউক্রেইন উত্তেজনা

| বুধবার , ৯ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

মস্কো ইউক্রেইনে আগ্রাসন চালালে রাশিয়া থেকে জার্মানিতে সরাসারি গ্যাস সরবরাহের পাইপলাইন নর্ড স্ট্রিম ২ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার হোয়াইট হাউজে জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন এই হুঁশিয়ারি দেন বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়। খবর বিডিনিউজের।
ইউরোপ ও আমেরিকার এই দুই নেতার বৈঠক এমন এক সময়ে হল যখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে বলেছেন-এখনও যুদ্ধ এড়ানো সম্ভব। রাশিয়া সমপ্রতি ইউক্রেইন সীমান্তে এক লাখের বেশি সৈন্য এবং সমরাস্ত্র জড়ো করার পর থেকে এই নতুন উত্তেজনার সূচনা। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা, কিয়েভের ওপর হামলা করতে পারে রাশিয়া, যদিও মস্কো বরাবরই তা নাকচ করে আসছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রোববার বলেছেন, একটি পূর্ণ মাত্রার অভিযান পরিচালনার জন্য যতটা সমারিক প্রস্তুতির দরকার, এরইমধ্যে তার ৭০ শতাংশ জড়ো করেছে রাশিয়া।

পূর্ববর্তী নিবন্ধ৯২% দেশের স্বাস্থ্যসেবা মহামারীতে বিঘ্নিত
পরবর্তী নিবন্ধইউক্রেনের কাছে আপাতত নতুন কোনো সামরিক কর্মকাণ্ড নয়