নিজেই নিজেকে আস্তে আস্তে শান্ত করে নিচ্ছি। চুপ করে চেয়ে মানুষের স্বার্থপরতা দেখছি আর মনে মনে হাসছি, অথচ একটুও অবাক হচ্ছিনা। পরিবারের নামে, প্রতিবেশীর নামে, বন্ধুত্বের নামে দলে দলে দুপেয় হিপোক্রিটরা ঘুরে বেড়াচ্ছে আর আমিও সামাজিক অনুষ্ঠানে মুচকি হাসছি অথচ আমি জানি এরা কি ভীষণ বিষাক্ত! বয়স যত বাড়ে এইজন্যই মানুষের বন্ধু কমে আসে। পিছনে ঘুরলেই যে আমার নামে সস্তা মজা করে অট্টহাসিতে উপচে পড়ে, সে আর যাই হোক বন্ধু নয় আমার। কিচ্ছু না জীবনে আর কটাদিন পার করুন, তাহলেই বুঝে যাবেন আপনার অবস্থা কার কাছে কতটুকু! লেখক: সংগঠক, ব্যাংকার।