দ্বিতীয় দফায় তিনদিন পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি নগরে অমর একুশে বইমেলা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এবারও মেলা চলবে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে। ২০১৯ ও ২০২০ সালেও সিটি কর্পোরেশন মাঠটিতে বইমেলা আয়োজন করে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনের সম্মেলন কক্ষে ‘বইমেলা কমিটির প্রস্তুতি সভা’য় এ সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত গত ২৭ জানুয়ারি লেখক, প্রকাশকসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় ১৭ ফেব্রুয়ারি বইমেলা শুরুর কথা জানিয়েছেলেন মেয়র। ২০২১ সালে করোনার ‘অজুহাতে’ বইমেলা আয়োজন করেনি চসিক। ২০১৯ সালে ও ২০২০ সালে ১০ ফেব্রুয়ারি শুরু হয় বইমলা। ওই হিসেবে এবার প্রথম দফায় সাতদিন পিছিয়ে ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, ২০১৯ সালে ২১ দিন (বর্ধিত দুইদিনসহ) এবং ২০২০ সালে ২০ দিন মেলা চলে।
এবারের বইমেলায় রবীন্দ্র উৎসব, বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ৭মার্চ’র ঐতিহাসিক ভাষণের উপর আলোচনা সভা, শিশু-তারুণ্য-নারী উৎসব অনুষ্ঠিত হবে। মেলায় দেশবরেণ্য বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ও শিল্পীরা আলোচনায় অংশগ্রহণ করবেন।
প্রস্তুতি সভায় সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, “কোভিড পরিস্থিতির কারণে গত বছর সবরকম প্রস্তুতি থাকা স্বত্ত্বেও বইমেলা করা যায়নি। তবে এবার পাঠক, প্রকাশক, কবি, সাহিত্যিকদের আগ্রহের কারণে বইমেলা আয়োজন করতে যাচ্ছি। আশাকরি স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা নিয়ে সকলের অংশগ্রহণে এবারো ঐতিহ্যের বইমেলা সফল হবে।”
“আমরাও প্রমাণ করতে চাই ঢাকার ন্যায় চট্টগ্রামও সফল বইমেলা আয়োজনে সক্ষম। আশাকরি আমাদের উদ্যোগে সকলে সাড়া দিবেন”, বলেন মেয়র।
উল্লেখ্য, সিটি কর্পোরেশন আয়োজন করলেও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনা সংস্থা, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং অন্যান্য শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরাই সম্মিলিতভাবে বইমেলা বাস্তবায়ন করেন। তাই তা ‘অভিন্ন বইমেলা’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। এবার বাস্তবায়িত হলে তা হবে সম্মিলিত উদ্যোগের তৃতীয় আয়োজন।
এর আগে নগরে ফেব্রুয়ারি মাসে একাধিক বইমেলা হত। ২০১৯ সালে তৎকালীন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের উদ্যোগে অভিন্ন বইমেলা শুরু হয়।