ভূয়া প্যাড, সিল, নমুনা সাক্ষর সৃজন করে হালিশহর বেড়িবাঁধের ভূমি অধিগ্রহণের টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগে ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী।
তারা ১০ আসামি হলেন, মধ্য হালিশহররের আবদুল গণি কন্ট্রাক্টর বাড়ির মো. আবুল হাসেম, ডেইজী আকতার, কোহিনুর আকতার, একই এলাকার মো. হোসেন শরীফ, মো. আমিন শরীফ, আলতাজ বেগম, নুর বেগম, রেজিয়া বেগম, কামরুন নাহার মনু ও গোলনাহার বেগম। আজ মঙ্গলবার মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে মামলাটি করা হয়।
বাদির আইনজীবী মোস্তফা মোহাম্মদ এমরান আজাদীকে বলেন, আদালত আমাদের অভিযোগটি করে পিবিআইকে তদন্ত করে ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন। ভূয়া প্যাড, সিল, নমুনা সাক্ষর সৃজনের দায়ে দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২/৩৪ ধারায় ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।












