সিলেট সানরাইজার্সের অধিনায়ক হয়ে গতকাল নিজেদের মাঠে নেমেছিলেন ইংলিশ ক্রিকেটার রবি বোপারা। কিন’ নেতৃত্ব দিতে নেমে প্রথম ম্যাচেই বল টেম্পারিং করে আম্পায়ারদের নজরে পড়লেন এই ইংলিশ অলরাউন্ডার। বিকৃত হয়ে যাওয়া বল বদল করলেন আম্পায়াররা। সঙ্গে শাস্তি হিসেবে পেনাল্টি দেওয়া হলো ৫ রান। গতকাল সিলেটে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচের টসের সময় থেকেই আলোচিত চরিত্র বোপারা। এই ম্যাচের ঠিক আগে পরিবর্তন আসে সিলেটের নেতৃত্বে। আগের ৬ ম্যাচে নেতৃত্ব দেওয়া মোসাদ্দেক হোসেনের জায়গায় অধিনায়ক হন বোপারা। অথচ আগের ম্যাচে তিনি দলেই ছিলেন না। নেতৃত্ব পাওয়ার ম্যাচের নবম ওভারেই বোপারা ওই কান্ড করে বসেন। টিভি পর্দায় স্পষ্ট ধরা পড়ে নখ দিয়ে বল খুঁটছেন বোলার বোপারা।