প্রিয়া বড়ুয়া। রাউজান নোয়াপাড়া ডিগ্রী কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গতকাল সোমবার সকালে প্রিয়ার হিসাব বিজ্ঞান বিভাগের পরীক্ষা ছিল। সে অন্যসব শিক্ষার্থীদের মতো তার কেন্দ্র রাউজান সরকারি কলেজে এসেছিলেন একা। তবে পরীক্ষা অসমাপ্ত রেখে কেন্দ্র ছাড়লেন প্রসব বেদনা নিয়ে। যাওয়ার পথে জন্ম দিলেন ফুটফুটে এক পুত্র সন্তান।
প্রিয়া রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের বাসিন্দা ইউপিজডে কর্মরত জনৈক রাজীব বড়ুয়ার স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল গত দুবছর আগে। পুত্র সন্তান পেয়ে আনন্দে আত্মহারা স্বামী রাজিব। তিনি বলেন, প্রিয় পরীক্ষা দিতে গিয়েছিল বাড়ি থেকে একা। কেন্দ্রে অন্যান্য পরীক্ষার্থীর সাথে সে পরীক্ষায় মনোযোগী হয়েছিল। হঠাৎ করে তার প্রসব বেদনা শুরু হলে ফোনে ঘটনা আমাকে জানায়। সংবাদ পেয়ে সেখানে ছুঁটে গিয়ে সিএনজি করে আনা হচ্ছিল নোয়াপাড়ার দিকে। অবস্থা বেগতিক দেখে মাঝ পথে নামানো হয় পশ্চিম গুজরা মগদাই এলাকার একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। সেখানে থাকা ধাত্রীর পরিচর্যায় প্রিয়া জন্ম দেন পুত্র সন্তান। জন্মের পর নবজাতকের কান্না না থাকায় তাকে নিয়ে আসা হয় নোয়াপাড়ার পাইওনিয়ার হাসপাতালে। হাসপাতালের কর্মকর্তা ওসমান গণি জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। রাউজান সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নাওয়াজ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, ওই পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময় অসুস্থ হয়ে পড়লে আমরা হাসপাতালে নেওয়ার পরামার্শ দিয়েছি। পরে তার স্বজনরা নিয়ে গেছে। শুনেছি ওই ছাত্রী মা হয়েছেন।