কোভিড বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত ট্রাক চালকদের ১০ দিন ধরে চলা নজিরবিহীন অবরোধ মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন কানাডার রাজধানী অটোয়ার মেয়র। রাস্তায় গাড়ি রেখে ও তাঁবু গেড়ে অবস্থান নিয়ে চলা এই অবরোধের কারণে অটোয়ার কেন্দ্রস্থল অচল হয়ে রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। খবর বিডিনিউজের। বিক্ষোভকারীদের সংখ্যা পুলিশের চেয়ে বেশি হওয়ায় নগরী পুরোপুরি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে বলে মেয়র জিম ওয়াটসন জানিয়েছেন।
এক বিবৃতিতে ওয়াটসন বলেছেন, চলমান বিক্ষোভে বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার প্রতি গুরুতর বিপদ ও হুমকি প্রতিফলিত হচ্ছে এবং অন্যান্য কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরেছে। বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বলে এর আগে অভিযোগ করেছিলেন তিনি। তবে জরুরি অবস্থা ঘোষণার পর তিনি কী পদক্ষেপ জারি করতে যাচ্ছেন তার বিস্তারিত জানাননি। কানাডা-যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী ট্রাকগুলোর চালকদের জন্য করোনাভাইরাস টিকা বাধ্যতামূলক করেছিল কানাডা। এর প্রতিবাদে ট্রাক চালকরা ‘ফ্রিডম কনভয়’ নামের আন্দোলন শুরু করে। কিন্তু এই আন্দোলন কানাডার জনস্বাস্থ্য ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশের রূপ নেয় বলে জানিয়েছে। ওয়াটসন কানাডার সিএফআরএ রেডিওকে বলেছেন, প্রতিবাদকারীরা ধারাবাহিকভাবে হর্ন ও সাইরেন বাজিয়ে ক্রমাগত অংসবেদনশীল আচরণ করছে আর পটকা ফুটিয়ে প্রতিবাদকে একটি উৎসবে পরিণত করেছে।” পরিস্থিতি সামলাতে সরকারি কোনো পদক্ষেপ না দেখে অটোয়ার বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে উঠছেন। এই পরিস্থিতিতে নগরীর পুলিশ রোববার কিছু প্রতিবাদকারীকে অন্য স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন ব্যারিকেড স্থাপন করেছে। পুলিশ জানিয়েছে, তারা ফৌজদারি বিচারে ব্যবহার করা যাবে এমন আর্থিক, ডিজিটাল ও গাড়ির রেজিস্ট্রেশনসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।