টেলিভিশন ও রূপালী পর্দার গুণী অভিনেত্রী ডলি জহুর। দীর্ঘদিন তিনি অভিনয় থেকে দূরে। অস্ট্রেলিয়ায় থাকার কারণেই তার এই বিরতি। এখন তিনি দেশে রয়েছেন। দুই বছর পর তিনি দেশে এসেছেন। অভিনয় শিল্পী সংঘ এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটও প্রদান করেছেন তিনি। কেমন আছেন এই অভিনেত্রী? উত্তরে গুণী এই অভিনেত্রী বলেন, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। গত ১৩ জানুয়ারি ঢাকায় এসেছি। দীর্ঘদিন পর আমার পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হলো। আপনার কি মনে কষ্ট হতো না কাজ থেকে দূরে থাকতে? তিনি বলেন, কখনো না। আমি অবশ্যই অভিনয় ভালোবাসি। কিন্তু শিল্পী হিসেবে আমি আত্মতৃপ্তি পাচ্ছিলাম না। প্রতিনিয়তই মুখে রং মেখে সিনেমার জন্য ক্যামেরার সামনে একই সংলাপ, একই চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম না। অভিনয়কে মিস করেন? উত্তরে তিনি বলেন, না। কারণ আমি আমার ছেলের পরিবার, নাতি-নাতনী নিয়ে ভালো সময় কাটাই। অভিনয়ে ফেরার ইচ্ছা রয়েছে কি? ডলি বলেন, ইচ্ছা খুব একটা নেই। এরইমধ্যে পরিচালক শাহিন সুমন প্রস্তাব করেছে। নাটকের ৩টি প্রস্তাব রয়েছে। গল্প, চরিত্র পছন্দ হলেই হয়তো কেবল দর্শকরা আমাকে পর্দায় দেখবেন। তবে সিনেমায় কাজ করবো না।