আসন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত হাশেম-জিয়া-শিবলী পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সমিতির সাবেক সভাপতি ও সাবেক বার কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে আইনজীবী অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক কাজী মো নজিবুল্লাহ হিরু। সভায় বক্তব্য রাখেন মো. মুজিবুল হক, মাহবুব উদ্দিন আহমদ, একেএম সিরাজুল ইসলাম চৌধুরী, রতন কুমার রায়, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, সৈয়দ মোক্তার আহমদ, নজমুল আহসান খান আলমগীর, মনতোষ বড়ুয়া, অশোক কুমার দাশ, মো. আবদুর রশীদ, আইয়ুব খান, জসীম উদ্দিন আহমদ খান, ফখরুদ্দিন চৌধুরী, মেজবাহ উদ্দিন চৌধুরী, দিনমনি দে, জহির উদ্দিন মাহমুদ, সভাপতি পদপ্রার্থী আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী এএইএম জিয়া উদ্দিন, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. ওমর ফারুক শিবলী।