বহুমাত্রিক প্রতিভার অধিকারী হাসিনা জাকারিয়া বেলার লেখনি শক্তি সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার পাঁচটি গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। গত ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সম্মিলিত শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে সদ্য রাষ্ট্রীয় পুরস্কার বেগম রোকেয়া পদকপ্রাপ্ত প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার পাঁচটি গ্রন্থ প্রকাশনা উৎসব চা বিশেষজ্ঞ আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে গ্রন্থের উপর আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সুকান্ত ভট্টাচার্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম (এলেক্স আলীম), ড. ইসরাত জাহান, সাংবাদিক একেএম জহুরুল ইসলাম। এর আগে প্রফেসর বেলা ইসলামের পাঁচটি গ্রন্থ ৬৯ গণ-অভ্যুত্থান স্বাধীনতা সংগ্রাম ঃ স্মৃতিময় কথকথা, নির্বাচিত প্রবন্ধ, বঙ্গবন্ধু জীবন ও দর্শন, রাইজিং বাংলাদেশ এবং কবিতার অন্তঃপুরে গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেইজি মওদুদ প্রমুখ। অনুষ্ঠানে প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, দেশ-সমাজ উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করেছি। জীবনের শেষ দিন পর্যন্ত সৃজনশীলতার চর্চা করে যেতে চাই। প্রেস বিজ্ঞপ্তি।