বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| সোমবার , ৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:০৭ পূর্বাহ্ণ

৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড : ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডের এয়াকুব নগর এলাকায় অসহায় দুুঃস্থ শীতার্ত মানুষের মাঝে গতকাল ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের ব্যক্তিগত পক্ষ হতে কম্বল বিতরণ করা হয়। যুবলীগ নেতা আমিনুল ইসলাম সাহিদের সভাপতিত্বে ও আবদুল জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৩নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। আরো উপস্থিত ছিলেন, সমাজসেবক তারেক আলী, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিউল আলম জনি, নুর উদ্দিন ফয়সাল, রাফি, টিপু, শফিকুল, কায়সার, হাবিব, সজিব, জনি বিশ্বাস প্রমুখ। এতে প্রধান অতিথি অসহায়, গরীব ও দুঃস্থদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করেন।
সাতকানিয়া উত্তর ঢেমশা : বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ তাঁর প্রয়াত মাতা ছায়া রানী দাশের স্মরণে গত ৪ ফেব্রুয়ারি প্রয়াতের গ্রামের বাড়ি সাতকানিয়ার উত্তর ঢেমশা গ্রামের উর্মিলা ভবনে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাণিজ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুজনের
পরবর্তী নিবন্ধচকরিয়ায় গাড়ির ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত, আহত ১৫