পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের দুটি সামরিক ঘাঁটিতে সমপ্রতি বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনায় ২০ বিচ্ছিন্নতাবাদী ও ৯ সৈন্য নিহত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। বুধবার রাতে শুরু হওয়া ওই হামলাটি কয়েক বছরের মধ্যে স্থানীয় বালুচ বিচ্ছিন্নতাবাদীদের চালানো সবচেয়ে বড় আক্রমণ ছিল। খবর বিডিনিউজের। শনিবার এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, পঞ্জগুর ও নৌস্কির অভিযানে মোট ২০ জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী আজ তাদের পরিষ্করণ অভিযান সম্পূর্ণ করেছে। এর আগেই বালুচ লিবারেশন আর্মি ওই হামলার দায় স্বীকার করেছে। শনিবার রাতে তারাও এক বিবৃতি দিয়ে বলেছে, সব লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে। বিএলএ জানিয়েছে, ওই আক্রমণে তাদের ১৬ জন যোদ্ধা নিজেদের উৎসর্গ করেছে। পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় বালুচ গেরিলারা কয়েক দশক ধরে পাকিস্তানের ইসলামাবাদ সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। কেন্দ্রীয় সরকার অন্যায়ভাবে বেলুচিস্তানের গ্যাস ও খনিজ সম্পদ শোষণ করছে বলে অভিযোগ তাদের। গত সপ্তাহে এই বিচ্ছিন্নতাবাদীরা আরব সাগরের গোয়াদর বন্দরের কাছে সেনাবাহিনীর একটি চেকপোস্টে হামলা চালিয়ে ১০ সৈন্যকে হত্যা করেছিল। সেটি বেলুচিস্তানে বহু বছর ধরে চলা বিচ্ছিন্নতাবাদী লড়াইয়ের মধ্যে সেনাবাহিনীর সবচেয়ে বেশি সৈন্য নিহত হওয়ার ঘটনা ছিল।