জাতীয় পার্টির চকবাজারস্থ কার্যালয়ে জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগরের এক মতবিনিময় সভা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়। জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগরের প্রস্তাবিত কমিটির আহবায়ক জহুর উদ্দীনের (জহির) সভাপতিত্বে এবং সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি সোলায়মান আলম শেঠ। সভায় তিনি বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করার স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখেছিলেন স্বনির্ভর বাংলাদেশ ও নতুন বাংলা গড়ার সেই স্বপ্ন পূরণে জাতীয় যুব সংহতিকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সহ সভাপতি আবু জাফর মাহমুদ কামাল, চট্টগ্রাম জাতীয় পার্টির সহ সভাপতি মো. আলী, আব্দুল কাদের, খয়রাতি আলম, সাইফুল, জিয়াউর রহমান মুকুল, ইয়াছিন আহমেদ, আলাউদ্দিন, শাহজাহান, মুরশেদ, শহিদুল, মকসুদ, জসীম, হেলাল, আব্দুর রশিদ, দেলোয়ার, নূরুল হুদা, মনচুর, শাখাওয়াত, হালিম, আরেফিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।