বিপিএলের চট্টগ্রাম পর্বে শেষ দুই ম্যাচে হেরে ঢাকায় যাওয়া খুলনা টাইগার্স ফিরেছে জয়ের ধারায়। এবারের টুর্নামেন্টে খুলনার দুই ওপেনার সৌম্য সরকার এবং আন্দ্রে ফ্লেচারের ব্যাট হাসেনি মোটেও। গতকাল দুজনই জ্বলে উঠলেন একসাথে। আর তাতেই সহজ জয় তুলে নিয়েছে খুলনা টাইগার্স। তবে এই জয় যতটানা প্রয়োজন ছিল খুলনার জণ্য তার চাইতেও বেশি প্রয়োজন ছিল দুই ওপেনারের রানে ফেরা। গতকাল এই দুটিই যেন একসাথে পেয়েছে খুলনা। আন্দ্রে ফ্লেচার এবং সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং এবং বোলারদের একেবারে নিয়ন্ত্রিত বোলিং এর সুবাদে গতকাল সিলেট সানরাইজার্সকে উড়িয়ে দিয়েছে মুশফিকের দল ৯ উইকেটে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিলেটের ১৪২ রান খুলনা পেরিয়ে যায় ৩৪ বল হাতে রেখেই।
টসে হেরে ব্যাট করতে নামা সিলেট তাদের দুই ওপেনারকে হারায় মাত্র ২৪ রানে। এনামুল ৬ আর সিমন্স ফিরেন মাত্র ৪ রান করে। এরপর বলতে গেলে মোহাম্মদ মিঠুন একাই লড়াই করে গেছেন খুলনার বোলারদের বিপক্ষে। কলিন ইনগ্রাম ফিরেছেন ২ রান করে। চতুর্থ উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে ৬৮ রানের জুটি গড়েন মিঠুন। সৈকত ৩০ বলে ৩৪ রান করে ফিরলে পরের ব্যাটসম্যানরা কেবল আসা যাওয়া করেছে। তবে একপ্রান্ত আগলে রেখে দলকে টেনে নিয়ে যাওয়া মিঠুন ফিরেছেন ইনিংসের এক বল বাকি থাকতে। ৫১ বলে ৬টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে ১৪২ রানে নিয়ে যান মোহাম্মদ মিঠুন। খুলনা টাইগার্সের পক্ষে ২টি উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। একটি করে উইকেট নিয়েছেন নাবিল সামাদ, কামরুল ইসলাম এবং সৌম্য সরকার।
ঢাকার উইকেটে রান খরা যেন চলছেই। তাই সিলেটের করা ১৪২ রানকেও নির্ভরযোগ্য মনে করছিলেন অনেকেই। কিন্তু টুর্নামেন্টে এখনো পর্যন্ত ব্যর্থ আন্দ্রে ফ্লেচার এবং সৌম্য সরকার সে টার্গেটকে মামুলি বানিয়ে ছাড়লেন। দুজনের ব্যাট হেসেছে গতকালের ম্যাচে। ১৪৩ রান তাড়া করতে নেমে খুলনার দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং সৌম্য সরকার শুরু থেকেই সিলেটের বোলারদের উপর চড়াও হয়। দুই ওপেনার মাত্র ৬৫ বলে ৯৯ রান তুলে ফেলে। ৩১ বলে ৬টি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪৩ রান করা সৌম্য সরকারকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন নাজমুল ইসলাম অপু। এরপর ফ্লেচারের সাথে যোগ দেন থিসারা পেরেরা। এদুজন মিলে সিলেটের বোলারদের আর কোন সুযোগ দেয়নি। ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পাইয়ে দেয় দারুন এক জয়। ফ্লেচার ৪৭ বলে করে অপরাজিত ৭১ রান। যেখানে তিনি ৫টি ছক্কার পাশাপাশি ৫টি চারের মার মেরেছেন। আর থিসারা পেরেরা অপরাজিত ছিলেন মাত্র ৯ বলে ২২ রান করে। যেখানে ৩টি চার এবং একটি ছক্কা মেরেছেন তিনি। ম্যাচ সেরা হয়েছেন ব্যাট হাতে ঝড় তোলা আন্দ্রে ফ্লেচার। এই জয়ের ফলে পয়েণ্ট তালিকার চার নম্বরেই রয়ে গেছে খুলনা টাইগার্স। ৬ ম্যাচ শেষে সমান তিনটি করে জয় আর পরাজয়ে ৬ পয়েন্ট মুশফিকের দলের।