স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকাপ অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে চিটাগাং ক্রিকেট একাডেমি এবং স্বাগতিক চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল। গতকাল বন্দর শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে স্বাগতিক চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল ৬৬ রানে এস এস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে চিটাগাং ক্রিকেট একাডেমি ১ উইকেটে মিলিনিয়াম ক্রিকেট একাডেমিকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।
প্রথম সেমিফাইনালে টসে জিতে চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দল ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সোহান করে সর্বোচ্চ ৩৭ রান। এস এস ক্রিকেট একাডেমির পক্ষে ১৭ রানের বিনিময়ে মেহেদী ইয়াসিন নিয়েছে ৩টি উইকেট। জবাবে এস এস ক্রিকেট একাডেমি সবকটি উইকেট হারিয়ে ৬৪ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইফুল সর্বোচ্চ ২১ রান করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের মেহেরাব খান ৪ ওভার বল করে হ্যাট্রিক সহ ৪ উইকেট লাভ করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) দলের মেহেরাব খান ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী/জেটি রাফিউল আলম খেলা শেষে ম্যান অব দি ম্যাচ পুরস্কার প্রদান করেন।
দিনের দ্বিতীয় সেমিফাইনাল টসে জিতে মিলিনিয়াম ক্রিকেট একাডেমি ব্যাট করার সিদ্বান্ত নেয়। তারা নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯১ রান সংগ্রহ করে। দলের পক্ষে আবির করে সর্বোচ্চ ১৯ রান। জবাবে চিটাগাং ক্রিকেট একাডেমি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯২ রান সংগ্রহ করে ফাইনাল নিশ্চিত করে। দলের পক্ষে ওয়াকি সর্বোচ্চ ১৬ রান করে। চিটাগাং ক্রিকেট একাডেমির মো. আসিফ ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের পরিচালক মো. গোলাম মরতুজা। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (লাল) এবং চিটাগাং ক্রিকেট একাডেমির মধ্যকার ফাইনাল খেলার তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।