বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে গত ২৭-৩০ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা উশু দলের হয়ে মোহাম্মদ আবসার ১টি স্বর্ণ ও ১টি রৌপ্য, মো. বাবলু ও মো. জিল্লুর রহমান ১টি করে তাম্র পদক অর্জন করেন।
| শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:১০ পূর্বাহ্ণ