ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য খুলনা ভেন্যুর উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ দল। বিসিবি হাইপারফরমেন্স কোচ নুরুল আবেদীন নোবেল, বিভাগীয় কোচ মমিনুল হক, কুমিল্লা জেলা কোচ হাবিব জেম্সের তত্ত্ববধায়নে ৪দিন ব্যাপী সিলেকশন ক্যাম্প এবং ১০ দিন ব্যাপী স্কিল ক্যাম্প শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীর। দলের সাথে ম্যানেজার হিসেবে আছেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ নুর নবী লিটন। উল্লেখ্য, আগামী ০৮-০৯ ফেব্রুয়ারী (২দিনের ম্যাচ) খুলনাস্থ শেখ আবু নাসের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম খেলায় বিকেএসপি দলের সাথে লড়বে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৪ দল। প্রেস বিজ্ঞপ্তি।