সদারঙ্গের রজতজয়ন্তীতে উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু

| শুক্রবার , ৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:০৮ পূর্বাহ্ণ

পণ্ডিত বারীণ মজুমদার স্মরণে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের রজতজয়ন্তী উপলক্ষে জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু হয়েছে। সদারঙ্গের প্রতিষ্ঠাতা উচ্চাঙ্গ সংগীত শিল্পী পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী রচিত এবং ভূপাল টোরির সুরে এবং ঝাঁপতাল ও ত্রিতালে নিবদ্ধ ‘সব মিল গাও আইয়ে সজন’ বন্দিশটি পরিবেশন করেন সদারঙ্গের ত্রিশজন শিক্ষার্থী। এর আগে প্রদ্বীপ প্রজ্জ্বলন করে সম্মেলন উদ্বোধন করেন অতিথিবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সদারঙ্গের সম্পাদক রাজীব দাশ। বক্তব্য রাখেন সদারঙ্গের প্রতিষ্ঠাতা পণ্ডিত স্বর্ণময় চক্রবর্ত্তী, সিটিভির জিএম মাহফুজা আক্তার এবং সদারঙ্গের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। দ্বিতীয় পর্বে ছিল শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান। আজ শুক্রবার সকালে তৃতীয় অধিবেশনে তথা প্রভাতী অধিবেশন শুরু হবে সকাল ৯ টায়। চতুর্থ অধিবেশন শুরু হবে ১১টায় সমকালীন বাংলাদেশে উচ্চাঙ্গ সংগীতের চর্চা বিষয়ক সেমিনার। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. অসিত রায়। আলোচক থাকবেন প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। সভাপতিত্ব করবেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী। সন্ধ্যা ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠান তথা পঞ্চম অধিবেশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটানা শুটিংয়ে শিরিন শিলা
পরবর্তী নিবন্ধমৃত্যুর তিন দশক পর এলো স্বীকৃতি