শিরিন শিলা। সমপ্রতি নায়িকা শুরু করেছেন নতুন ছবির কাজ। নাম ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এই ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। প্রেম ও প্রতারণা ‘ময়ূরাক্ষী’ ছবির গল্পের মূল বিষয়বস্তু। ছবিতে শিলার চরিত্রটির নাম সুরভি। নতুন সিনেমার শুটিংয়ের ব্যাপারে শিরিন শিলা বলেন, ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এফডিসিতে কাজ করছি। ছবিটি প্রেম ও প্রতারণার গল্পে নির্মিত হচ্ছে। প্লেন ছিনতাইয়ের একটি গল্প থাকবে। প্লেন ছিনতাইকারীর একজন স্ত্রী থাকে এবং নায়িকা গার্লফেন্ড থাকে। আমি স্ত্রীর চরিত্রটা করছি। একজন নায়িকার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যায়। পুরো প্রতারণার শিকার হই আমি।