চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমানকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা। সভায় প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস বলেন, আরিফুর রহমান বর্তমান সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে দেশের ২২ টি জেলায় ইপসার মাধ্যমে তৃণমূল, সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ইতিবাচক ও টেকসই উন্নয়নে ভূমিকা রাখছেন। আগামীতে প্রেস ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত থাকার জন্য সংগঠক আরিফুর রহমানের প্রতি আহ্বান করেন।
ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান বলেছেন, চট্টগ্রামের সাংবাদিকদের অনুপ্রেরণা দিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে ইপসা দীর্ঘমেয়াদী কাজ করতে আগ্রহী। আমরা উন্নয়নকাজে সবসময় ইতিবাচক। উন্নয়নকর্মী হিসেবে আমরা গণমানুষের কাছে যেতে পারি। তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার সুযোগ হয়। আর আমাদের এই উন্নয়নমূলক কর্মকাণ্ড নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে হলে গণমাধ্যমের বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।