হাটহাজারীর গড়দুয়ারা নতুনহাট এলাকায় হালদা নদী (বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ) রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় হালদা নদীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার দাবি জানিয়ে বক্তারা বলেন, ওয়ার্ল্ড হেরিটেজ করার সবগুলো বৈশিষ্ট্য হালদা নদীতে রয়েছে। তাই বিশ্ব ঐতিহ্য রক্ষার স্বার্থে হালদা নদীকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা এখন সময়ের দাবি।
হালদা নদী রক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. মনজুরুল কিবরীয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আইডিএফর নির্বাহী পরিচালক জহিরুল আলম। তিনি বলেন, সমন্বিত নদী ব্যবস্থাপনার উজ্জ্বল দৃষ্টান্ত হালদা নদী। এভাবে বাংলাদেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সরকার এগিয়ে এলে নদীগুলো প্রাণ ও জীববৈচিত্র্য ফিরে পাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন নর্থ আমেরিকা ইন্কের সহযোগিতায় এ সভায় অন্যান্য বক্তারা বলেন, এ নদীকে ঘিরে প্রশাসন, মৎস্য, পরিবেশ, বন, কৃষি, পানি উন্নয়ন বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ নদী শুধু রুই জাতীয় মাছের প্রজননের জন্য নয়, হালদার সুপেয় পানি নিয়ে নগরীতে সরবরাহ দিচ্ছে চট্টগ্রাম ওয়াসা। তাই হালদা রক্ষায় সবাইকে কাজ করে যেতে হবে। সভায় অতিথি ছিলেন মাহমুদ আহমেদ, মো. আবু ইউসুফ, প্রফেসর শহীদুল আমিন চৌধুরী, মুবিনুল হক, ডা. ইমতিয়াজ উদ্দিন নাহিদ, রাজিব চৌধুরী ও চৌধুরী ফরিদ। প্রেস বিজ্ঞপ্তি।